নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, একটি ময়লা স্তুপে একটি ফুলের বাগান তৈরি হচ্ছে এমন কথা যে শোনেন সবাই অত্যান্ত আনন্দিত ও খুশি হবেন আমি বিশ্বাস করি। যেখান দিয়ে মানুষ যেতে ভয় পান সেখানে মানুষ বসে একটু আনন্দ উপভোগ করতে পারবেন। ডেঞ্জারজোন থেকে বিনোদন কেন্দ্রে গড়ে তোলার উদ্যেগে নেয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মঙ্গলবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের বিপরীতে ডেঞ্জারজোনে নির্মিত ইকোপার্ক পরিদর্শনে এসব কথা বলেন। পার্কের তত্বাবধায়ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের প্রশংসা করে তিনি আরো বলেন, একটা সময় সিটি করপোরেশনের সকল ময়লা আবর্জনায় ফেলে পরিবেশ নষ্ট করে দিয়েছিল। তাদেরকে একাধিকবার বলার পরও কোন কর্ণপাত না করে ময়লা ফেলা অব্যাহত রাখতেন। তারা একটু ভাবেনি যেখানে একটি আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম রয়েছে তার পাশে কিভাবে ময়লা ফেলতেন। নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার শামীম ওসমান স্টেডিয়ামের কথা চিন্তা করে ময়লা স্তপের স্থানে ফুলের বাগান তৈরি করার উদ্যেগ নিয়েছে। আর সেটা তুমি তা খুব দ্রুত বাস্তবায়ন করছো। তাই ফতুল্লা থানা আওয়ামীলীগের পক্ষ থেকে ইকোপার্কের পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি। আর এই জায়গাটি ডেঞ্জারজোন হিসেবে পরিচিত হয়েছিল। প্রায় সময় এখান থেকে মানুষের লাশ পাওয়া যেত। আর এখন এই ডেঞ্জারজোন খ্যাত ময়লার বাগাড়ে ইকোপার্ক নির্মান সত্যিই কল্পনাতীত হলেও শামীম ওসমান তা বাস্তবায়ন করেছেন তিনি জানান।
পার্কের দায়িত্বে থাকা শাহ্ নিজাম কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করে ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের পুরো প্রকল্পটি ঘুরিয়ে দেখান এবং আগামী খুব অল্প সময়ের মধ্যে একটি আধুনিক মানের পার্ক গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কাশিপুর কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, বক্তাবলী ইউপি সদস্য রাসেল চৌধুরী, যুবলীগ নেতা আমির হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।