বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে শুক্রবার ১১ নভেম্বর বাদ জুম্মা শহর ও বন্দরের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মন্দির গুলোতেও প্রার্থণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি উদ্যোগে উক্ত দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানু জানান, শুক্রবার বাদ জুম্মা বন্দর এবং শহরের প্রতিটি মসজিদে এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমার জেলা যুবসংহতির সভাপতি রিপন ভাওয়াল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার মাধ্যমে প্রতিটি মন্দিরের এমপি সাহেবের সুস্থ্যতা কামনা প্রার্থণা করা হয়েছে।
মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলের প্রার্থণা আমাদের এমপি সেলিম ওসমান যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের সকলের মাঝে ফিরে এসে ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।