নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় প্রয়াত ভাষা সৈনিক ও রতœগর্ভা নাগিনা জোহা’র কুলখানী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ কে এম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জবাসী আমার মা’র রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই, আমার জন্য এবং আমার ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং আমাদের ওসমান পরিবারের একান্ত ঘনিষ্ঠজন সোনারগাঁয়ের সংসদ লিয়াকত হোসেন খোকার জন্যও দোয়া করবেন। যাতে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজক স্থানীয় সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, মরহুমা নাগিনা জোহা ছিলেন একাধারে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত সাংসদ এ কে এম শামসুজ্জোহার সহধর্মীনি, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান, সাংসদ এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমানের মাতা। গোটা পৃথিবীতে এমন রতœগর্ভা অন্য কেউ আছেন কিনা তাতে আমাদের সন্দেহ রয়েছে। তার মৃত্যুতে আমি আমার অভিভাবক হারিয়েছি। সকলেই দোয়া করবেন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে মাগফিরাত দান করেন এবং তার কবরকে জান্নাতের বাগানে পরিনত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি মিসেস ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সুলতান খাঁন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান, প্রচার সম্পাদক মো. শহীদ, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সনমান্দী ইউপির স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, বারদী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম ভূঁইয়া, জামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাদিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আলী আকবর, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, জামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগ নেতা হামিম সিকদার শিপলু, মদনপুর মা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সাদিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ রুহুল আমীন, কাঁচপুর ইউপির সাবেক চেয়ারম্যান সবুর খাঁন, কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টার, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুর রব, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, উপজেলা নারী নেত্রী মাহমুদা ইসলাম ফেন্সী, জাহানারা আক্তার, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভিন আক্তার, সাদিপুর ইউপি মেম্বার আমির হোসেন, ইকবাল প্রধান বাচ্চু, জাকির হোসেন, আবুল কাশেম, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ সর্বস্তরের জনসাধারণ।