বিজয় বার্তা ২৪ ডট কম
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা বহির্ভূত কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১০৮তম সভায় ঢাকা জেলার ওয়ারী উচ্চ বিদ্যালয়ের জন্য ১৪ শতাংশ ভূমি অধিগ্রহণ মঞ্জুর করার সময় তিনি এ কথা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। শিক্ষা নিয়ে অবৈধ বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য সরকারের সব সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিলসহ ভূমি অধিগ্রহণ কার্যক্রমও বাতিল করা হবে।
ভূমি অধিগ্রহণে কোনো প্রকার জনরোষের সৃষ্টি যাতে না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা এবং প্রত্যাশী সংস্থার অধিগ্রহণকৃত জায়গায় গৃহীত প্রকল্প যথাযথভাবে দ্রুত বাস্তবায়িত হচ্ছে কি না- সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।