নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও দেওভোগ এলাকার ডিস ব্যবসায়ী আকরাম প্রধান গণমাধ্যমে একটি প্রেরনকৃত বিবৃতিতে তিনি বলেছেন, নারায়ণগঞ্জের ডিস ব্যবসায়ী আবদুল করিম বাবু ওরফে ডিস বাবু তার ডিস ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং সেটআপ বক্স না নেয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছে। আকরাম প্রধানের স্বাক্ষর করা বিবৃতিতে আরো বলেছেন,
প্রিয় নারায়ণগঞ্জ বাসী ও নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, মাননীয় ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয় গণ, স্বাধীনতার ৪৫ বৎসর পরেও এখনও পাকিস্তানী পেতাত্মারা আমাদের উপর ভর করে আছে। এখনও আমাদের রক্ত, মাংস, হাড় গোর, কুড়ে কুড়ে খাচ্ছে প্রিয় এমপি মহোদয় গণ, আপনারা ঐ পাকিস্তানী মাওরা বাবুর হাত থেকে কেবল অপারেটরদের বাচাঁন মাওড়া বাবু ৭০০ টাকার বক্স ৪,০০০ টাকা দামে কেবল অপারেটরদের নিতে বাধ্য করছে। কেউ যদি নিতে অস্বীকার করে তাহলেই তার উপর নেমে আসে ষ্টীম রুলার। আর ব্যবসা বন্ধ করার হুমকী, সে ৪০০শত কোটি টাকার একটা মিশন নিয়া মাঠে নেমেছে। ১টা সেটআপ বক্স’র ৪০০০ টাকা দাম হলে ১০০০ বক্সের দাম হয় ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা। এভাবেই সে তার মিশন বাস্তবায়ন করতে চাইছে। আগে নারায়ণগঞ্জে ৫, ৬ টা কন্ট্রোল রুম ছিল কেবল অপারেটররা ইচ্ছে করলে যখন যেখান থেকে খুশি তার কাছ থেকেই সিগ্যনাল নিতে পারতো এবং যার যার এলাকায় ডিস লাইন চালাতে পারতো। গত ৪, ৫ বছরের মধ্যে এইসব কন্ট্রোল রুমের মালিকদের সন্ত্রাসীদেরকে দিয়ে অস্ত্র দেখিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করে মারধর করে ভয় দেখিয়ে এই কন্ট্রোল রুম গুলো বন্ধ করে দিয়ে মাওড়া বাবু তার কন্ট্রোল রুম এককভাবে চালু রেখেছে ।এমনটা একটা অবস্থা হয়ে দাড়িয়েছে যে, মাওড়া বাবুর কাছ থেকে ছাড়া কোন কেবল অপারেটরই ইচ্ছা করলে অন্যকোন পথে সিগ্যনাল চালাতে পারেনা। আর এই সুযোগটাই মাওড়া বাবু পুরোদমে কাজে লাগাইতেছে। এখানে সে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রভাবশালী মানুষকে ব্যবহার করছে। এক সময় সে বিগত ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আমার বন্ধু কাউন্সিলর শওকত হাসেম শকুর সাইনবোর্ড দিয়ে ব্যাংকের নিলামী জায়গা ডিস এমন কোন ব্যবসা নাই যে, এই মাওড়া বাবু না ফায়দা লুটছে যখন যে দল ক্ষমতায় থাকে সেই সময়ই এই মাওড়া বাবু ঐ দলের লোক হয়ে যায়। এখন সে সমস্ত কেবল অপারেটরদেরকে বলে আসছে ৪ আসনের এমপির ২ বন্ধু আমার পার্টনার তারাই সব। তারা চাইলে আর তাদের কথা শুনলেই ব্যবসা করতে পারবেন। আর না শুনলে ব্যবসা করতে পারবেন না। আমি সিগ্যনাল বন্ধ করে দিব। আমার প্রতিষ্ঠানের নাম দেওভোগ কেবল টিভি নেটওয়ার্ক প্রোঃ আকরাম প্রধান। আমি আকরাম প্রধান আমি বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ টেভিশন বিটিভি কন্ট্রোলার লাইসেন্সধারী একজন কেবল অপারেটর। আমি প্রায় ৬ বৎসর ধরে আমি মাওড়া বাবুর সিগ্যনাল চালাইতেছি। কিন্তু সে কখনই কোন কেবল অপারেটরদের কে টাকা পরিশোধের মানি রিসিট দেয়না। আমি সেটআপ বক্স নিতে অস্বীকার করলে আর জানুয়ারী-ফেব্রুয়ারীর মাসিক টাকাটা ০৫ তারিখে দিতে না পারায় ১০ তারিখে দেওয়াতে আমার সিগ্যনালটা বন্ধ করে দেয়। ১০ তারিখ বেলা ৩টায়, ১০ তারিখ থেকে আমার কয়েকশত গ্রাহক এবং আমার পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে সহ আমরা কেউ ডিস লাইন দেখতে পারছিনা। আমাদেরকে দেখতে দিচ্ছেনা। কারন আমি সেটআপ বক্স আনলে আমার এলাকায় যে কোন গ্রাহককে আমার জোড় করে বাধ্য করতে হবে এই সেটআপ নেওয়ার জন্য। আর মাসিক ভাড়া ধরতে হবে ৩০০ টাকা আমাদের এলাকায় বেশীরভাগ মানুষই নিম্ম আয়ের আর এই সেটআপ বক্সও অনেকে চালাতে পারেনা। তাই আমি বলছি যদি আমি সেটআপ বক্স না নিলে আমার সিগ্যনাল বন্ধ করে দেন, তো বন্ধ করে দেন। তবু আমি সেটআপ বক্স নিবনা। আমি আমার এলাকার মানুষের সাথে জোড় জুলুম করে টাকা নিতে পারবনা। এ কথা বলে আমি চলে আসি তার পরেই আমার সিগ্যনাল বন্ধ দেয় মাওড়া বাবু। এই কেবল ব্যবসার বিষয় নিয়ে স্থানীয় কয়েকটা পত্রিকায় ও লেখা-লেখি হয়েছে। কিন্তু কেউ কোনো কর্ণপাত করে নাই। এখন আমাকে মাওড়া বাবু বিভিন্নভাবে হুমকী-দমকী দিতেছে আমি যাতে কন্ট্রোল রুম না করি। যদি করি তাহলে সে তার সন্ত্রাসীদেরকে দিয়ে আমার কন্ট্রোল রুম আগুন দিয়ে জালিয়ে দিবে, আমার মেশিন যন্ত্রপাতি এগুলো লুটপাট করাবে। আমাকে মেরে ফেলারও হুমকী দিতেছে। আমি একটা কথা বলতে চাই মাওড়া বাবুর উদ্দেশ্যে আপনি এবং আপনার পার্টনাররা যতই হুমকী-দমকী দেন আমি কন্ট্রোল রুম করবই। মাননীয় সাংসদ আপনার একটু দয়া, একটু করুনা সহানুভুতি, মায়ায় আপনার একটু ভালোবাসায় আপনার একটা কথায় যদি কেবল অপারেটররা উপকার পায়, তাহলে এই কেবল অপারেটররাই আপনার ভোট ব্যাংক হবে। কারণ, এই কেবল অপারেটররা তাদের নিজ নিজ এলাকায় প্রতিটা ঘরে ঘরে তাদের বিচরণ। এই শহরে কিছু মানুষ আছে তাদের সাথে কোন ব্যবসা বানিজ্য নিয়া দন্দ বা ঝামেলা হলেই তারা আপনাকে ভুল বুঝায় যে, অমুকের মেয়রের লোক, সেমুকে বিএনপির লোক এইসব কথা বলে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। আমি কারো লোক না আমি আমার এঙ্গেলে রাজনীতি করি। আমি না’গঞ্জ ৫ ও ৪ আসনের মাননীয় সাংসদ, না’গঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়গণ আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা দয়া করে এই মাওড়া বাবুর হাত থেকে কেবল অপারেটরদের কে বাচাঁন। পাশা-পাশি ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক ভাইয়েরা আপনারা কেবল অপারেটরদের পাশে এসে দারান। আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।