বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, যারা খেলছেন, যারা খেলা শুরু করেছেন। মনে রাখবেন নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ভয় পায় না। তারা খেলতে পারে। অনেক উন্নয়ন করেছি এবার একটু রাজনীতি করবো। এবার খেলা হবে ডু অর ডাই।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় চাষাড়া শহীদ মিনারে মহানগর সেচ্ছাসেবক লীগের আয়োজিত বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি। এখন চারপাশে দেখা যাবে সব আমাদেরই লোক। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কারন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে শুধুমাত্র দুটি দল। একটি হল আওয়ামীলীগ আরেকটি হল এন্টি আওয়ামীলীগ। আমরা একদিকে নেতাকর্মীদের নিয়ে ঐক্য করি আর ওরা ভাঙ্গার রাজনীতি করে। যদি ভাল রাজনীতি করেন তাহলে ওয়েলকাম আর যদি ষড়যন্ত্রের রাজনীতি করেন তাহলে কোন ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন,আমাদের মোকাবেলা করতে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ লাগবে না, ছাত্রলীগও লাগবে না। ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে আমার মহিলা নেত্রীরাই যথেষ্ট
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। ওদের মোকাবেলা করতে হবে। সামনে আঘাত আসবে। দলের ভিতর দুই একজন উল্টা প্লাট কথা বলছেন। এগুলো নেতাকর্মীরা মাথায় নিবেন না। আমাকে গালাগাল দেওয়া হচ্ছে। আওয়ামীলীগ একটা পরিবার। এখানে ঝগড়া বিবাদ থাকবেই। আশাকরি আগামী ১৩ আগষ্ট বিশাল শোক র্যালীতে প্রমান হয়ে যাবে আমরা কতটা ঐক্যবদ্ধ।