নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী নগর ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন ঘোষনা করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অন্যতম একটি জেলা। নারায়ণগঞ্জের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে সোনাকান্দা পানি শোধনাগারের মাধ্যমে এখন থেকে নারায়ণগঞ্জবাসীকে সুপেয় পানি বিতরণ করা হবে। সোনাকান্দা পানি শোধনাগার কেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি ব্যবহারে নারায়ণগঞ্জবাসীকে মিতব্যায়ী হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন,আইভী একমাত্র মেয়র মেয়ে। নারায়ণগঞ্জে আরো উন্নয়ন হচ্ছে এর মধ্যে এটি ছিল গুরুত্বপূর্ন ও বিভিন্ন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী নগরবাসির উন্নয়নের ধারা অব্যাহত রেখে নাগরিকদের সেবা বৃদ্ধির আহ্বান জানান।
এসময় মেয়র আইভী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসী আজ কৃতজ্ঞ। আপনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। আপনি আমার নগর ভবনের যে ভিত্তি প্রস্তর স্থাপন করে দিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন ঘোষণা করেছিলেন ২০১১ সালের ৫ মে এবং আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নগর ভবন করতে যাচ্ছি যেটার ভিত্তি প্রস্তরও আপনি করলেন। এতো বড় সৌভাগ্যবান আমি এজন্য নিজেকে গর্বিত মনে করছি আমি এবং আপনার পথে আদর্শিত হয়ে আপনার উন্নয়নের অগ্রযাত্রার পথিক হয়ে আপনার সহযোদ্ধা হতে চাই। আশা করি আপনি আমাকে সেই সুযোগটা দিবেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ। ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে নগর ভবন প্রাঙ্গনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী এমপি অ্যাড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সহ অন্যান্যরা।
১৩২ কোটি টাকা ব্যায়ে নির্মিত পঞ্চবটিতে নির্মিত এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক, মাসদাইর পৌর কবরস্থান জামে মসজিদ, শহরের চাষাড়ায় নির্মিত ১২ তলা বিশিষ্ট মাধবীলতা সিটি প্লাজা, এসএম মালেহ রোডে ১০ তলা বিশিষ্ট পদ্ম সিটি প্লাজা-১, মহিম গাঙ্গুলি রোডে পদ্ম সিটি প্লাজা-৩, বন্দরশাহী মসজিদ এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন উদ্বোধন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০তলা বিশিষ্ট নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধন শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এর হাতে নৌকা তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী