বিজয় বার্তা ২৪ ডেস্ক
নব নির্মিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরাস্থান জামে মসজিদে আজ শুক্রবার (২৭ শে মে’২০০১৬ইং) জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত নামাজ শুরু হতে যাচ্ছে।উল্লেখ্য যে,গত ২৫ শে মার্চ প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি কর্পোরেশনের আরো ৫টি প্রকল্পের সাথে নব নির্মিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরাস্থান জামে মসজিদেরও উদ্বোধন ঘোষনা করেন।
পুরাতন মসজিদে মুসুল্লীদের স্থান সংকুলান না হওয়ায় ২০০৯ সালে তৎকালীন নারায়নগঞ্জ পৌরসভা থাকাকালীন সময়ে পৌর মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে পৌর পরিষদ উক্ত মসজিদ নির্মানের সিদ্ধান্ত নেয়। ৩০ শে আগষ্ট ২০০৯ং প্রথম মসজিদের নকশা উন্মোচন করেন তৎকালীন সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব আহম্মেদ সিদ্দিক সহ এলাকাবাসী।০৬ই মে ২০০৯ইং মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও পাইলিং কাজ উদ্বোধন করেন পৌর মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।পর্যায়ক্রমে ১৪ই অক্টোবর ২০১০ইং প্রথম তলার ছাদ ও ০৩রা এপ্রিল দ্বিতীয় তলার ছাদ ঢালাই করা হয়।নারায়নগঞ্জবাসীর সহায়তায় প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে ৪ তলা মসজিদের নিমার্ণ কাজ প্রায় শেষের দিকে।প্রতি তলায় ৯ হাজার বর্গ ফুটের এই মসজিদে প্রায় ৫ হাজার মুসুল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবে।
ইতিমধ্যে ৩৪ লক্ষ টাকা ব্যায়ে একটি বৈদ্যুতিক সাব ষ্টেশনও মসজিদে স্থাপন করা হয়েছে।এসটিডি বিদ্যুত সংযোগ পাওয়ার পরে ৩০০ টন এসিও লাগানো হবে।কবরাস্তানের সামনে বিদ্যমান মার্কেট ভবন ভাংগার কাজ শুরু হয়েছে।উক্ত স্থানে সুদৃশ্য ঝরনা স্থাপন,সীমান প্রাচীর ও গাড়ী পাকিং এর ব্যাবস্থা করা হবে।মসজিদ ভবনের পশ্চিম-দক্ষিন কোনে ১০ তলা উচ্চতার একটি মিনারও স্থাপন করা প্রক্রিয়াধীন আছে।উল্লেখ্য যে শুরুর দিন থেকে অদ্যাবধিক নির্মাণ কাজ সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।