বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা বলেছেন, এদেশের জঙ্গীবাদকে বেগম খালেদা জিয়া মদদ দিচ্ছে। জামাত নামের জঙ্গী গোষ্ঠীর হাতে স্বাধীন দেশের পতাকা তুলে দিয়েছিল এই বিএনপি নেত্রী। আমরা এদেশে সন্ত্রাস জঙ্গীদের ঠাই করতে দিবো না।
“জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ” এই শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ অ্যাড. সোহেল মিঞা, লাইব্রেরী বিষয়ক অ্যাড. আল মামুন ভুইয়া সহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষদের সাথে নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াবো। গুলশানে হামলা, শোলাকিয়া হামলার ঘটনা সহ সারাদেশে সকল জঙ্গী হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।