বিজয় বার্তা ২৪ ডট কম
কমরেড সাইফুল হক বলেছেন, নিয়মতান্দ্রিক গণতান্ত্রিক ধারায় প্রতিনিধিত্বশীল নির্বাচন ও সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে, উন্নয়নের কথা বলে আজ গণতন্ত্র ও সুশাসনকে বনবাসে পাঠানো হয়েছে। ‘সরকার দমন করে শাসন করাকে তাদের নীতি হিসাবে গ্রহন করেছে। রাষ্ট্রিয় সন্ত্রাস আজ ভয়াবহ রূপ নিয়েছে; জনগণের নিরাপত্তা বলে কিছুই নেই।
সুষ্ঠ নির্বাচন, নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশ ও জবাবদিহিতামূলক সিটি কর্পোরেশন গড়ে তোলার দাবীতে আজ ৪ নভেম্বর শুক্রবার বিকেলে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নির্বাচনী ব্যবস্থা নিয়ে সরকারী দল আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক। তিনি বলেছেন, যে আওয়ামীলীগ এক সময় জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করেছিল আজ সেই দল অবাধ ভোটাধিকারের ভয়ে সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। সরকার সরকারীদল আর নির্বাচন কমিশন মিলে গোটা নির্বাচনী ব্যবস্থার কার্যতঃ ১২টা বাজিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলেই ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘুরা বেশী নিরাপত্তাহীন। আওয়ামীলীগ সংখ্যালঘুদের ভোট নেয় কিন্তু নিরাপত্তা দেয়না। সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও রাষ্ট্র ও সংবিধানের সাম্প্রদায়িকতার চরিত্র অক্ষুন্ন রেখেছে। তিনি বলেন সরকার উন্নয়নের ধুয়া তুলছে কিন্তু ধনী গরীবের বৈষম্য বাড়িয়ে পাকিস্তানী জামানার মতো এক ধরণের দুই অর্থনীতি চালু রেখে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আওয়ামীলীগ ও বিএনপি’র জোটের বাইরে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি এবং দেশপ্রেমিক জনগণের এক্যবদ্ধ রাজনৈতিক ধারাকে জোরদার করার আহবান জানান তিনি।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল নাসিক নির্বাচনে পরিবারতন্ত্রের বিপরিতে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে নারায়ণগঞ্জবাসীকে আহবান করে বলেন, নারায়গঞ্জের স্বেচ্ছাতন্ত্র, ক্ষমতাতন্ত্র আর পুঁজিতন্ত্র মিলে অসুস্থ পরিবারতন্ত্র তৈরী হয়েছে। আর এদের দ্বারাই নারায়ণগঞ্জবাসী জিম্মি। গণতান্ত্রিক ধারায় নারায়ণগঞ্জের হাড়িয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে জবাবদিহিতামূলক সিটি কর্পোরেশন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।
নাগরিক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতমনেতা বহ্নিশিখা জামালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, রাশিদা বেগম. হাবিবুর রহমান আঙ্গুর, নাছির হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ। নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য শ্রমিকনেতা মাহমুদ হোসেন।