বিজয় বার্তা ২৪ ডট কম
এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ১৭ নং ওয়ার্ডের মাদ্রাসা ও এতিমখানার কয়েকশ এতিমদের নিয়ে এই আয়োজন করা হয়।
এমআরকে রিয়েন ১৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল কাউন্সিলর আব্দুল করিম বাবু ও ফারহানা করিমের একমাত্র ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজের অনার্সের ছাত্র।
জন্মদিন উপলক্ষে কয়েকজন এতিম শিশুকে এবারের ঈদের পোশাক কিনে দিয়ে হাসি ফোটান রিয়েন। শিশুদের শার্ট, প্যান্ট, সানগ্লাস, মানিব্যাগ ও ঘড়ি কিনে দেন তিনি। এসময় শিশুগুলো তার উপহার পেয়ে তাকে হাসিমুখে প্রানভরে দোয়া করেন।
এদিকে ১৭ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে রিয়েনের জন্মদিন উপলক্ষে যুব সমাজ কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। এম আরকে রিয়েন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ অশেষ রহমতে আজকের এই দিনে পৃথিবীতে এসেছি। আমার জন্মদিন যারা আমােক শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।