বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়েরকৃত নাশকতা মামলায় গ্ৰেফতারকৃত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক এড. মাইনুদ্দিন রেজা, নাসিক ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইস্রাফিল প্রধান পাঁচ বিএনপির নেতার রিমান্ড শুনানির আগামী ( ১২ ফেব্রুয়ারী) সোমবার ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে ।
বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি ) রিমান্ড শুনানির দিন ধার্য ছিল ।
আসামি পক্ষের আইনজীবী এড. আবুল কালাম আজাদ জাকির জানান, নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার আসামিদের কারাগার থেকে বের না করার সিদ্ধান্ত নেয় আদালত । এবং আগামী রবিবার ( ১১ ফেব্রুয়ারি ) রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে ।