বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের দায়ের করা আইসিটি মামলায় কাউন্সিলর ডিস বাবুর পুত্র এমআরকে রিয়েনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রিয়েনকে পাইকপাড়া এলাকা থেকে আটক করেন সদর মডেল থানা পুলিশ। আটককের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
এর আগে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের অফিসে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম প্রশ্ন করেন বিতর্কিত কাউন্সিলর আব্দুল করিম বাবু আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি কীভাবে হয়? তিনি আরো বলেন, ‘সবসময় দেখে এসেছি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হতেন ডিসি। কিন্তু কোনো এক অদৃশ্য সুতার টানে সেখানকার সভাপতি এখন ডিশ বাবু। তার মতো একজন জেলখাটা মানুষ, অপরাধী কীভাবে সেখানকার সভাপতি হয়? আমরা এর অবসান চাই।’
এর প্রেক্ষিতে ওই দিন রাতেই বাবুর পুত্র রিয়েন তার ফেসবুকে আইডি থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমকে নিয়ে একটি পোষ্ট দেন। পোষ্টটি হুবহু তুলে ধরা হল…এড. মাসুম তুই রাজাকারের সন্তান তুই জনতা ব্যাংকের কোটি কোটি টাকা মারসোত বাংলা সিমেন্ট নামে। তোর মতো বাটপার প্রেসক্লাবের সভাপতি কেমনে হয়। আমরা কিন্তু নারায়ণগঞ্জ এর সন্তান তোদের মত দালালদের নারায়ণগঞ্জ ছাড়া করা উচিত। তোদের মত লোকেরা আমাদের সুন্দর নারায়ণগঞ্জকে নষ্ট করতেছস। একজন জনপ্রিয় কাউন্সিল আব্দুল করিম বাবু এর নামে কথা বলার আগে ভাবা উচিত ছিলো সে যদি রাস্তায় নামে ৫০ হাজার লোক সাথে নিয়ে নামবে। পালানোর সুযোগ পাবি না। আমাদের শক্তি আমাদের সৎ সাহস।’