বিজয় বার্তা ২৪ ডট কম
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, এখন পর্যন্ত কেউ আমার কাছে সেনা মোতায়েনের দাবি করেনি।
বুধবার সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনেক ভালো আছে। সবার সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন পাব।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।
সেনা মোতায়েনের ব্যাপারে বিএনপি প্রার্থীর দাবির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমার কাছে সেনা মোতায়েনের দাবি করেনি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।