নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন,শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি চাই বন্দরের আগামী প্রজন্ম যাতে সঠিক পরিচর্যায় বেড়ে উঠতে পারে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষা দেয়া হলে তারা একেকজন নক্ষত্র হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার বিকেল ৫টায় প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মরণে বন্দরের ঘারমোড়া সবুজ বাংলা যুব সংঘ আয়োজিত নাসিম ওসমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,নাসিম ওসমানের মৃত্যু আমাকে যেন আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি এক নাসিম ওসমানকে হারিয়ে লাখো নাসিম ওসমানকে পেয়েছি। বন্দরের এইসব আন্তরিক মানুষদের মাঝেই আমি আমার ভাইকে খুঁজে পাই। এমপি আরো বলেন,রাজনীতি করার জন্য আমি এমপি হইনি,শুধু উন্নয়নের জন্যই আমার জনপ্রতিনিধি হওয়া। আমি আমার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই এমপি হয়েছি। পরিশেষে তিনি ঘারমোড়া সমাজ উন্নয়ন সংসদকে কোটি টাকা ব্যায়ে কমপ্লেক্স নির্মাণের জন্য তার উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের,যুগ্ম আহবায়ক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আ.ক.ম,নূরুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধাণ,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মেম্বার বিশ্বনবী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা গভর্ণিং বডি’র সভাপতি আবু তালেব সরদার। ঘারমোড়া সবুজ বাংলা যুব সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিনহাজউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা এম এ সালাম,সফিকুল ইসলাম ঢালী(শফি মেম্বার),আওলাদ হোসেন সেলিম,বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ জুলহাস মিয়া,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল আহম্মেদ মেম্বার,মেম্বার প্রার্থী মোঃ সেলিম,কান্দিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ,মোঃ রমজান,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সাবেক সভাপতি আল আমিন জাহান মুন্সি,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,