স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশে আজ শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। কয়েক বছর ধরে বইমেলার ব্যাপ্তি বাড়ানো হচ্ছে, একাডেমি থেকে মেলাকে সোহরাওয়ার্দি উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে, এবার গতবারের তুলনায় দ্বিগুণ আয়তন জুড়ে এই মেলা হচ্ছে।
এত ব্যাপ্তির কারণ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন “প্রকাশকের সংখ্যা বেড়ে গেছে, প্রত্যেকের প্রত্যাশা যে মেলায় বড় স্টল পাবে”।
“তাছাড়া গত বছর ৩৫২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল । এবার প্রায় ৪৫০ প্রতিষ্ঠান প্রকাশক অংশগ্রহণ করছেন। এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এমনকি প্রবাসীরাও শুধু আসেন একুশে বইমেলায় অংশ নিতে। সে কারণে মেলার পরিধি বাড়াতে হয়েছে”।
গতবছর প্রায় চার হাজারের মতো বই প্রকাশ হয়েছিল এবারেও এ পরিমাণ বা তার থেকেও বেশি বই বের হবে বলে জানাচ্ছেন খান।
এত সংখ্যক বইয়ের মধ্যে মাত্র একশো থেকে দেড়শো বই মানসম্মত বলে জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক।
আর মান যে নিশ্চিত করা যাচ্ছেনা এটাকে একটা বড় সমস্যা বলে উল্লেখ করেছেন তিনি।
“এটা পাঠকদের ওপর ছেড়ে দিয়েছি তারাই মান নির্ণয় করবেন। একটা সমস্যার কথা শোনা যাঢ, বাইরে যারা থাকেন তারা কোন কোন প্রকাশকদের টাকা দিয়ে থাকেন, তারপর তাদের লেখা একটা বই ছাপিয়ে দেয়া হয়।” বলেন খান।
সমপ্রতি শামসুজ্জামান খান বলেছেন প্রকাশকরা যেন বই প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকে।