বিজয় বার্তা ২৪ ডেস্ক
একুশ মানে ভাষার তরে রক্তে ভাষা
জাতির সূর্য-সন্তানদের স্মৃতি অম্লান…
একুশ মানে ছেলে হারা মায়ের অশ্রুসিক্ত চোখ
স্বপ্রণোদিত শহিদের আত্ম বলিদান ৷
একুশ মানে বিষণ্ন অধঃনমিত পতাকা
শোকাহত জনপদ ৷
একুশ মানে মিছিলমুখর কলেজ ক্যাম্পাস
দেশপ্রেমিকের দৃপ্ত শপথ ৷
একুশ মানে নবজাগরণের চেতনায়
স্বপ্ন আঁকার তুলি ৷
একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদের নির্ভীক, উদ্ধত অঙ্গুলি ৷
একুশ মানে নয়তো কেবল
সালাম বরকতের লাশ ৷
একুশ মানে মাতৃভাষা বাংলার
বিশ্বময় বিজয়োল্লাস ৷