বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
সম্প্রতি ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জীর মুত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতীয় শোবিজ অঙ্গনে। এদিকে শোনা যাচ্ছে, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডে জনপ্রিয়তা তো রয়েছেই প্রিয়াঙ্কার খ্যাতি এখন বিশ্বজুড়ে। বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও তিনি কাজ করছেন সমানতালে। কিন্তু সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক ম্যানেজার প্রকাশ জাজু জানিয়েছেন শুরুর দিকে ক্যারিয়ার নিয়ে খারাপ অবস্থায় ছিলেন প্রিয়াঙ্কা। এজন্য হতাশা থেকে কয়েকবার আত্মহত্যাও করতে চেয়েছিলেন এ অভিনেত্রী।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে কয়েকটি টুইটে প্রিয়াঙ্কাকে নিয়ে তথ্যগুলো দেন প্রকাশ জুজু। সেখানে একটি টুইটে তিনি লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়াকে এখন খুবই শক্ত মনে হলেও ক্যারিয়ারের শুরুতে তিনি খুবই দুর্বল ছিলেন। তিনি ২-৩ বার আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু আমি থাকে বাধা দিতে সক্ষম হয়েছি।’
প্রকাশ জুজু আরো উল্লেখ করেন, প্রিয়াঙ্কা এবং তার সেই সময়ের কথিত ছেলে বন্ধু অসীম মার্চেন্টের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার ঝগড়ার পর প্রিয়াঙ্কা মুম্বাইয়ের ভার্সাই এলাকায় আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু তাকে বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনেন তিনি।
টুইটে তিনি আরো লেখেন, ‘অসীমের মায়ের সঙ্গে প্রিয়াঙ্কার খুব ভালো সম্পর্ক ছিল। ২০০১ সালে যখন অসীমের মা মারা যান তখন প্রিয়াঙ্কা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আরো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’
এদিকে প্রিয়াঙ্কার সঙ্গে তার সাবেক ম্যানেজার প্রকাশ জুজুর বিবাদের কথা সবারই জানা। তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু হয় যখন প্রিয়াঙ্কা হঠাৎ করে প্রকাশের সঙ্গে তার চুক্তি বাতিল করে দেন। এরপর প্রকাশ প্রিয়াঙ্কার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন।
২০০৮ সালে প্রিয়াঙ্কার বাবা প্রকাশের বিরুদ্ধে তার মেয়ের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের জের ধরে একটি মামলা দায়ের করেন। এরপর প্রকাশ ৬৭ দিন কারাভোগ করেন। এরপর বিষয়টি নিয়ে কেউ আর সামনে এগোয়নি। সম্প্রতি প্রকাশ আবার প্রিয়াঙ্কাকে নিয়ে তার টুইটারে এমন টুইট করেছেন।