বিজয় বার্তা২৪ ডটকমঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ মে রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মাদ আব্দুল্লাহ।
তিনি বলেন, ওইদিন কমিশন বৈঠকে এটি চূড়ান্ত করা হবে। এরপর তা বই আকারে প্রকাশ করা হবে। ২৩টি বিষয়ের ওপর কর্মপরিকল্পনা ঠিক করছে ইসি। তিনি জানান, রোডম্যাপ চূড়ান্ত করার পর রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। এছাড়া আজকের রোববারের বৈঠকে মৃত ভোটারদের তথ্য এবং নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা হালনাগাদ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।