বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ কর্তৃক আটককৃত ২০০৪ সালের ২(৭)০৪ নং একটি হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খুনী কালু (২৫) কে পুলিশ আদালতে প্রেরন করেছে। গতকাল শুক্রবার র্যাব তাকে বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে গ্রেফতার করে। রাতেই র্যাব তাকে বন্দর থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃত কালু একই এলাকার হাফিজ আলী হবুর ছেলে। গতকাল শনিবার পুলিশ তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।