বিনোদনডেক্স,বিজয় বার্তা ২৪
কন্ঠশিল্পী বেবীর নতুন মিউজিক ভিডিও সম্প্রতি বাজারে আসতেছে এক পসলা বৃষ্টি।ইতো মধ্যে গানটির সকল কাজ সমাপ্ত হয়েছে এখন শুধু প্রচারের অপেক্ষায়।গানটির বিষয়ে জানতে চাইলে বেবী ও সাইফ বলেন শ্রোতাদের কথা চিন্তা করে মনোরম পরিবেশে আমার সহশিল্পীকে নিয়ে গানটি করেছি আশা রাখি গানপ্রেমী সকলেই গানটি দেখে মুগ্ধ হবেন।
মিউজিক এবং কমপজিসন প্রিতম হাসান গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন ।