বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অনৈক্য থাকায় কুমিল্লার সিটি নির্বাচনে দল হেরেছে, তবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। আর একারণে সরকার জিতেছে। একই সাথে জঙ্গীবাদ বিস্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি বড় রাজনৈতিক দল জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়।
শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সেতুমন্ত্রী মন্ত্রী জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভার আগামী জুন মাসে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। এই ফ্লাই ওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়াও এই মহাসড়কে চিহ্নিত ১৪৪টি ব্ল্যাক স্পট সংস্কারের কাজও এই সময়ের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।