নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই বলেছেন, আমাদের মনে রাখতে হবে, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর একটি জাতি তখনই উন্নত হতে পারে যখন সেই জাতি শিক্ষিত হয়। তাই আমাদের পড়ালেখা করতে হবে। কারন পড়ালেখার কোন বিকল্প নেই।
সোমবার সকালে পশ্চিম দেওভোগ ডি.এস.ক্লাব মাঠে শেরে বাংলা একাডেমীর বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরে বাংলা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুমা জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম.এ.কাদের, আলহাজ্ব এ.বি.এম তাছের মিয়া, আলহাজ্ব ফজলুল করিম প্রমূখ।
তিনি আারো বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে এবং মাদক থেকে দুরে থাকা যায়। তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে এবং মাদক থেকে নিজেদেরকে দুরে রাখবে। তাহলে দেখবে একদিন জাতির কাছে নিজেকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে দাঁড় করাতে পারবে।
বক্তব্য শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।