নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেছেন,শিক্ষা জীবনের বৃহৎ অর্জণ। শিক্ষা ছাড়া ভবিষ্যৎ উজ্জল করা যায়না। যে যত শিক্ষালাভ করে সে তত ভবিষ্যত গড়তে পারে।
শনিবার বেলা ১২টায় বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ রশীদ আরো বলেন,তোমরা শিক্ষিত হলে দেশ উন্নত হবে। একজন শিক্ষিত মানুষের পক্ষেই একটি উন্নত জাতি উপহার দেয়া সম্ভব। শিক্ষার বিকল্প কোন মাধ্যম নাই। পরিশেষে তিনি আগামী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের প্রত্যেককে নগদ ৫ হাজার করে টাকা সম্মানী প্রদানের ঘোষণা দেন। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি’র অন্যতম সদস্য বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুুকুল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্ণিং বডি’র অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ,বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ,মোঃ সোহেল মিয়া,মোঃ শাহজাহান মোল্লা ও থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিমসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মামনা ক্রেষ্ট ছাড়াও বিকেএমইএ’র পক্ষ থেকে প্রত্যেককে বিশেষ উপহার প্রদান করা হয়।