বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা পুলিশ লাইন রিজার্ভ অফিসে ভূয়া এ এস পি পরিচয়দানকারী মাদসুদুর রহমান নামের এক চাঁদপুইরা যুবক আটক হয় সদর মডেল থানার র্সাকেল(এ এস পি) লিমন রায়ের হাতে।এ ঘটনা ঘটেছে গত রোববার দুপুরে।আটককৃত যুবক মাসুদুরর রহমান মাসুদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং-৫২(৯)১৬।
মামলার অভিযোগে জানাযায়,চাঁদপুর জেলারও থানার পুরান বাজার এলাকার মো. মজিবুররহমান। তার ছেলে মো. মাসুদুর রহমান মাসুদ(২৯)সে নিজেকে সার্কেল এ এস পি পরিচয় দিয়ে দীর্ঘদিন পুলিশের বিভিন্ন দপ্তরে ঘুরে তার দালালী কাজ সম্পন্ন করেন। গত রোববার জেলা পুলিশ লাইনস রিজার্ভ অফিসে নারায়নগঞ্জ সদর মডেল থানা এএসপি লিমন রায়ের সাথে পরিচয় হতে যায়।তখন মাসুদ বলেন সে৩৪ তম বি সি এস সাকের্ল। তখন কথাবার্তায় গড়মিল পায় চৌকশ এএসপি লিমন রায় তার সন্দেহ হলে ফতুল্লা মডেল থানা পুলিশ এর হাতে তুলে দেয়।গত রোববার দুপুর হতে সোমবার সকাল পযর্ন্ত যাচাই করেন মাসুদকে ।এরপর ফতুল্লা মডেল থানার এস আই ফয়েজুর রহমান বাদী হয়ে মামলা করেন ভূয়া পুলিশ এএসপি মাসুদের বিরুদ্ধে।পুলিশ গতকাল বিকেলে ৭দিনের রিমান্ড চেয়ে মাসুদকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।