স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে। শেষ হবে ৯ জুন। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানিয়েছেন।
দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
প্রথম দিন ৩ এপ্রিল বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শুরুতেই অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী অংশটি। এরপর ১০ মিনিট বিরতি দিয়ে হবে সৃজনশীল অংশ।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিগত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছিল। এবার ১ এপ্রিল শুক্রবার পড়ায় দুদিন পরে পরীক্ষা শুরু হচ্ছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬২৮। এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯, এইচএসসি (বিএম) এ ১ লাখ ২ হাজার ১৩২, আলিমে ৯১ হাজার ৫৯১ এবং ডিআইবিএসে ৪ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।