স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবারের (১২ মে) পরীক্ষা আগামী ২০ মে শুক্রবার অনুষ্ঠিত হবে বলে। বুধবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনিবার্য কারণবসত আগামী বৃহস্পতিবারের (১২ মে) এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষার সময় পরিবর্তন করে উক্ত পরীক্ষা ২০ মে শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ২টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা ২০ মে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের (১২ মে) পরীক্ষা ১৫ মে রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।