বিজয় বার্তা ২৪ ডট কম
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৮ আগস্ট প্রকাশ করা হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান মুহাম্মদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ঢাকা শিক্ষাবোর্ড থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮ আগস্ট ফল প্রকাশের বিষয়ে সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়। এর জবাবে রোববার ১৮ আগস্ট ফল প্রকাশ করার বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়কে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।