বিজয় বার্তা ২৪ ডট কম
গত বছর উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। তার আগেরবার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ বছর পুরস্কারটা যে মেসির হাতে উঠছে না, এটা নিশ্চিত হয়ে গেল।
উয়েফা আজ প্রকাশ করেছে তিন জনের সংক্ষিপ্ত তালিকা। যেখানে মেসির নাম নেই। সেরা তিনে আছেন রিয়াল মাদ্রিদের রোনালদো ও গ্যারেথ বেল আর অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমান।
ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য গত মাসে ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় প্রকাশ করেছিল উয়েফা। সেই তালিকা আরো ছোট হয়ে আজ নেমে এল তিন জনে। আগামী ২৬ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতি বছর এই মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়।