স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
উল্টোপথ দিয়ে আসা পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরেকজন আহত হয়েছেন।
নিহত আশরাফুল ইসলাম তপু বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। তিনি অপপো নামের একটি মোবাইল ফোন কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন।
দুর্ঘটনার পর আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পৌনে ৩টার দিকে বনানী কবরস্থানের কাছে পুলিশের নম্বর-প্লেটবিহীন একটি মিনিবাস সিগন্যাল অমান্য করে রং সাইড দিয়ে দ্রুত গতিতে মহাখালী ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। এ সময় মিনিবাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তপু মারা যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেল সোয়া ৩টার দিকে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে জড়ো হন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাস্তা থেকে ছাত্রদের সরাতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। রাস্তা অবরোধ করায় বনানীসহ আশপাশের রাস্তায় যানবাহন আটকা পড়ে দেখা দেয় তীব্র যানজট। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা বিচারের আশ্বাস দিলে ছাত্ররা সরে যায়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মেহেদি রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশের গাড়ি উল্টোপথে কেন আসবে? তাদের তো আইন মানার কথা। উল্টোদিক দিয়ে না আসলে আমার ভাই মারা যেত না।’ ওই গাড়িতে থাকা পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন তিনি।
বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘ঘটনার তদন্ত হবে। গাড়িটি কেন উল্টোপথে আসলো, এর জন্য কে দায়ী, তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই গাড়ির চালককে আটক করা হয়েছে।’