বিজয় বার্তা ২৪ ডেস্ক
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম মান্নান’কে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করায় নারায়নগঞ্জ জেলা বিএনপি সভাপতি এ্যাডঃ তৈমূর আলম খন্দকার ও সোনারগাঁর সভাপতি খন্দকার আবু জাফর চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন যে, সরকারের হীনমান্যতার কারণেই আজ সরকার বিরোধী মেয়র, কাউন্সিলর ও উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত ও মামলায় জড়ানো হচ্ছে। সরকারের এ সব হীন কর্মকান্ডই প্রমাণ করে যে- সরকার টাল মাটাল হয়ে পড়েছে। সরকার বিএনপি’কে দূর্বল করার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে দূর্বল করে দিচেছ যা কোন দিনই ফলপ্রসু হবে না। সরকারের হীনমান্যতার নিন্দা জানিয়ে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে- সরকার আবারো নির্বাচন বিহীন দীর্ঘ মেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্যই (প্রথমতঃ) স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে (দ্বিতীয়তঃ) বিএনপি সমর্থীত মেয়র/চেয়ারম্যানদের মামলা দিয়ে গ্রেফতার ও বরখাস্ত (তৃতীয়তঃ) অকাতরে গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে।
উক্ত বরখাস্তকৃত চেয়ারম্যান’কে পূর্ণবহালের দাবী জানান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার ও সোনারগাঁর সভাপতি খন্দকার আবু জাফর।