নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আগামী ৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ। সাংবাদিকদের কাছে প্রদত্ত এক সাক্ষাতকারে এম এ রশীদ উল্লেখ করেন,নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আওয়ামীলীগ স্বাধীনতার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। কাজেই এ দলে কোন উচ্ছশৃঙ্খল কিংবা বিতর্কিত লোকের স্থান নেই। বন্দরের ৫টি ইউনিয়নে যাঁদেরকে মনোনয়ন দিয়েছে তারা একাধারে সৎ,নির্ভীক,ন্যায়-নীতিবান এবং জনদরদী। তারা সরাসরি মাননীয় প্রধাণমন্ত্রী’র প্রতিনিধি। তাদেরকে নির্বাচিত করা হলে বন্দরের প্রতিটি ইউনিয়ন উন্নয়নে উন্নয়নে পরিপূর্ণ হবে। রাস্তা-ঘাট,হাট-বাজার,স্কুল কলেজ,মসজিদ-মাদ্রাসায় আমূল পরিবর্তণ ঘটবে। বিদ্যুত গতিতে বাড়বে শিক্ষার হার,গ্যাস,পানি,বিদ্যুসহ সকল প্রকার নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে। চিকিৎসা সেবার মান বৃদ্ধি,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,উপবৃত্তি,কর্মসংস্থান,চাষীদের সেচ প্রকল্প,কৃষিঋৃনের ব্যবস্থাসহ সরকারি সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা হবে। পাড়া-মহল্লায় হানাহানি,মারামারি,সন্ত্রাসী,চাঁদাবাজী,বাল্যবিবাহ,ইভটিজিং এবং জঙ্গীবাদ রোধসহ মাদকের করাল গ্রাস কঠোর হস্তে দমন করা হবে। এম এ রশীদ দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে বন্দর থানা আওয়ামীলীগসহ উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে অপসংস্কৃতি-অপরাজনীতির উর্দ্ধে থেকে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। কোন প্রকার যেন ভোট কারচুপি এবং ভোটকেন্দ্রে জবর-দখল,জোর-জুলুম অবিচার এবং হাঙ্গামা না হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে তাদেরকে নির্বাচন পরিচালনায় সহায়তা করতে হবে। একটি সুন্দর,নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ উপহার দিয়ে আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিসমাপ্তি ঘটে।