বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী সকালে ৬/৭ নং ওয়ার্ডের ভান্ডারীরপুর, উত্তর কদমতলী ও দক্ষিণ কদমতলী এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করে গণমাধ্যমকর্মীদের বলেন, নারায়ণগঞ্জে বিগত সময়ে যেভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে তেমনি নিবার্চন কমিশনের কাছে অনুরোধ এবারও একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়। ২৭ টি ওয়ার্ডে উন্নয়ন প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখবো। মানুষকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই, অন্যায়, সন্ত্রাসী চাঁদাবাজি করি নাই। আমার বিশ্বাস মানুষ পুনরায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে এ ভোট হবে। সিটিতে ভোটার রয়েছে ৫ লক্ষ ১৭ হাজার ৩৫৭ জন। এবার মেয়র পদে প্রার্থী রয়েছেন সাতজন আর কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন নারী।