বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকের পক্ষে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড এলাকায় গনসংযোগ কালে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় সাবেক মেয়র আইভী ওয়ার্ডের সানারপাড় বাস ষ্ট্যান্ড এলাকা থেকে নির্বাচনী গনসংযোগ শুরু করেন। এসময় ওয়ার্ডের প্রত্যেক পাড়া এবং মহল্লায় শত শত নারী পুরুষসহ সাধারন এলাকাবাসী রাস্তায় এসে তাকে ফুলের পাপড়ি ছিটেয়ে, মালা পড়িয়ে এবং ফুলের নৌকা উপহার দিয়ে উৎসব মূখর পরিবেশে বরণ করে নেয়। সাধারন মানুষের ভালবাসায় সিক্ত আইভী সকল শ্রেনী পেশার লোকজনের সাথে কুশলাদী বিনিময় করেন এবং উন্নয়ণের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে সেবা করার সুযোগ চান।
এসময় গনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সানারপাড় বাস ষ্ট্যান্ড এলাকা থেকে পায়ে হেটে ডা. আইভী সাধারন মানুষের সাথে সালাম বিনিময় করতে করতে লন্ডন মার্কেট এলাকাস্থ যুবলীগ নেতা হাজী মো: মোস্তফা ভুঁইয়ার বাড়ীতে যায়। সেখানে উপস্থিত জনতার সাথে মতবিনিময় করে। পরে আইভী লন্ডন মার্কেট থেকে সমর্থকদের নিয়ে সোনামিয়া মার্কেট হয়ে নিমাইকাশারী গেলে এলাকার নারীরা ফুলের মালা পড়িয়ে এবং ফুলের নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়। সেখান থেকে বাঘমারা এলাকায় যায় সেখানেও এলাকাবাসী তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে। তারপর নিমাইকাশারী হয়ে মাদানীনগর ব্রীজ এলাকা, আদর্শনগর, রসুলবাগ এবং নয়াআটি মুক্তিনগর বটতলা মোড় হয়ে চিটাগাং রোড গিয়ে গনসংযোগ শেষ করে।
এসময় সাধারন ওয়ার্ডবাসী এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন অসুবিধার কথা জানালে তাদের উদ্দেশ্যে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমি ৫ বছরে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম। আপনাদেরকে শতভাগ নাগরিক সেবা প্রদান করার জন্য সাধ্যমত চেষ্টা চালিয়েছি যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। এখনো অনেক কাজ চলমান রয়েছে। যেহেতু উন্নয়ণকাজ চলমান সেহেতু উন্নয়ণের ধারাকে অব্যহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। নির্বাচিত হলে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা হবে।