নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব লিয়াকত হোসেন খোকা বুধবার বিকেলে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের উন্নত জীবন গড়তে লেখাপড়ার কোন বিকল্প নেই। তাই ইন্টানেটে অযথা সময় ব্যায় না করে বিদ্যার্জনের মাধ্যমে সময়ের সৎ ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরন সহ ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছে। গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঁঞা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সামছুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবাল, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলী মন্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী মোহাম্মদ পিয়ার আলী, জাতীয় পার্টির নেতা হাজী মোহাম্মদ শামীম রেজা, বৈদ্যের বাজার জাতীয় পার্টির নেতা মাহাবুব আলম ফকির প্রমূখ।