বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।
রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওয়ানা হয়।
তার সাথে সফর সঙ্গী রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও বড় ছেলে সীমান্ত।
নাসিকের নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন ও আইভীর ছোট ভাই আহম্মদ আলী রেজা উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার ও সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়র আইভীর লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। ঘটনায় একদিন পর ১৮ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ৪দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে নারায়ণগঞ্জে ফিরে আসেন