বিজয় বার্তা ২৪ ডট কম
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রমে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসারিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘বিজিএপিএমইএ রপ্তানি ট্রফি ২০২১’ দেওয়া হয়।
ড. হাছান মাহমুদ বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াতে প্রতিযোগী দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। রপ্তানি আয় বৃদ্ধিতে সঠিক পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
দেশের অর্থনীতির অগ্রগতিতে তৈরি পোশাক খাতের অবদানের কথাও তুলে ধরেন ক্ষমতাসীন দলের এই মন্ত্রী। বলেন, ‘গত ১৪ বছরে অর্থনীতি অনেক এগিয়েছে। এই অগ্রগতির পেছনে অগ্রণী ভূমিকা পালন করে চলছে তৈরি পোশাক খাত এবং এর সঙ্গে জড়িত গার্মেন্টস এক্সেসারিজ শিল্প। সরকার ১০০টি ইকোনমিক জোন তৈরি করছে। আশা করছি, এসব ইকোনমিক জোনের মাধ্যমে বাংলাদেশ শিল্পোন্নত দেশে পরিণত হবে।’
ব্যবসাবন্ধব পরিবেশ ঠিক রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী। বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘সরকার সব সময়েই ব্যবসায়ীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনীতিকে আরও গতিশীল করতে নিয়মিত কাজ চলছে।’
অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, ‘দেশের রপ্তানি কার্যক্রমে বিজিএপিএমইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি, তাদের এই কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে। ইপিবি দেশের বাইরেও বিজিএপিএমইএর প্রচার ও প্রসারে সার্বিক সহায়তা করবে।’
গার্মেন্টস এক্সেসারিজ ও প্যাকেজিং খাতের উদ্যোক্তাদের মধ্যে রপ্তানির ভিত্তিতে ২০২১ সালের জন্য ‘বিজিএপিএমইএ রপ্তানি ট্রফি’ বিতরণ করা হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর-এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য অবদান রেখে ট্রফি পায় ব্যক্তি ও প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রচ্ছন্ন রপ্তানি ক্যাটাগরিতে ৯টি ও সরাসরি রপ্তানি ক্যাটাগরিতে ১৩টি রপ্তানি ট্রফি দেওয়া হয়। এ ছাড়া গার্মেন্টস এক্সেসারিজ ও প্যাকেজিং খাতের নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে গ্যাপএক্সপো-২০২৩ মেলার সেরা ও আকর্ষণীয় স্টল বিবেচনায় সম্মাননা দেওয়া হয় ৬টি প্রতিষ্ঠানকে।