বিজয় বার্তা ২৪ ডট কম
মহীউদ্দিন নামের ছেলেটি সোমবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা থেকে উকিলপাড়া থান মার্কেট থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের সময় তার পড়নে ছিলো লঅল রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট। সে নগরীর ২নং রেল গেইট এলাকার থান মার্কেটে লেবারীর কাজ করতো। অনেক খোঁজাখুজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন্ভ এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করার প্রক্রিয়া চলমান। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৮৫৯৩৭৯৬১৮ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।