বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের উকিলপাড়ায় দুই কন্যা হোসিয়ারী থেকে ফেন্সিডিল তৈরির কারাখানা জব্দ করেছে সদর খানা পুলিশ।
বুধবার সন্ধায় ফেন্সিডিল তৈরির মেশিন সহ বাবুল(৪৪) ও রিফাত(২৫) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,নারায়ণগঞ্জ জেলার নন্দিপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. বাবুল (৪৪) ও বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার লিয়াকতের ছেলে মো. রিফাত (২৫)।
অভিযান পরিচালনাকারী সদর মডেল থানার এসআই আজিজুল হক জানান, আমি ও এএসআই সুব্রত কান্তি রায়ের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উকিলাপাড়া দুই কন্যা হোসিয়ারী অভিযান পরিচালনা করি। এসময় হোসিয়ারী থেকে ৪৪ প্যাকেট (৪৪ লিটার) ফেন্সিডিল ও ফেন্সিডিল তৈরির দুটি মেশিন উদ্ধার করা হয়। মাদক সেবন ও বিক্রির অপরাধে দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ তারা মাদক দ্রব্য তৈরি করে বিক্রি করে আসছিলো।