ঈদের আগে ভাতাপ্রাপ্ত প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধা দুই ঈদের উৎসব ভাতা হিসেবে ২২ হাজার ৫০০ এবং তিন মাসের বকেয়া সম্মানী ভাতা হিসেবে ৩০ হাজার টাকা করে পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে প্রায় ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধা নিয়মিত সম্মানী ভাতার পাশপাশি উৎসব ভাতা পাচ্ছেন।