বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদে ঘরমুখো সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। বৃহষ্পতিবার বিকেলে মহাসড়কের মদনপুর সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা। এসময় ট্রাফিক সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিসি এসপি।
ডিসি মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জ মহাসড়ক একটি ব্যস্ততম রাস্তা। এখানে এখন কিছুটা গাড়ির চাপ রয়েছে। আশাকরি এই চাপ কমে যাবে। গাড়ি চলাচলের মধ্যে রয়েছে। চলাচল নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেটগন ও জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে তারাও রাস্তায় কাজ করছে। আশা করি মানুষ ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবে এবং ঈদের পরে বাড়ি ফিরে আসতে পারবে।
এসময় এসপি জায়েদুল আলম, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা দিয়ে মহাসড়ক রয়েছে সেগুলো আমরা পরিদর্শন করছি। এই মহাসড়কে আমাদের যে অফিসারগন কাজ করছেন আমরা তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আজকে যেহেতু ট্রাক এবং মালবাহী যান চলাচল বন্ধ হয়ে যাবে। এইসব গাড়ির আজ চাপ রয়েছে তবে যানজট সেটা নাই।গাড়ি চলন্ত অবস্থায় আছে। আশাকরি বিকেলের পর গাড়ির এই চাপ কমে আসবে। আগামীকাল এবং দুদিন মানুষের যান চলাচল আরো সহজ হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশ সহ আমরা সকলেই চেষ্টা করছি যাতে করে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদে বাড়ি যেতে পারে এবং ঈদ শেষে আবার ফিরতে পারে সেই লক্ষে আমরা কাজ করছি।