বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন ছিল শুক্রবার। এদিন দেয়া হয় ২৫ জুনের টিকিট। সকাল আটটা থেকে শুরু হয় বিক্রি চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ২২ তারিখ থেকে চালু হচ্ছে সাত জোড়া বিশেষ ট্রেন সার্ভিস। চলবে ঈদের পরের ৭ দিন পর্যন্ত।
রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। টিকেট জন্য দীর্ঘ লাইন কাউন্টার থেকে শুরু করে পৌঁছে যায় রাস্তা পর্যন্ত। শেষ দিনে পর্যাপ্ত টিকেট থাকায় বেলা বাড়ার সাথে সাথে কমে আসে ভিড়। টিকেট পেয়ে খুশি সবাই।
শেষ দিনে ২০টি কাউন্টারে প্রায় সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি হয়। এসব কাউন্টার থেকে ১০৮টি স্টেশনের টিকিট দেয়া হয়। কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারি ছাড়াও মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ। স্টেশন ম্যানেজার বলছেন ঈদের দিন শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য দুই জোড়া বিশেষ ট্রেন চলবে।
এদিকে ঈদ ফেরত যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুরও লালমনিরহাট স্টেশন থেকে ১৯ জুন শুরু হবে টিকিট বিক্রি।
১৯ জুন বিক্রি হবে ২৮ জুনের ফিরতি টিকিট ২০ জুন ২৯ জুনের টিকিট২১ জুন ৩০ জুনের টিকিট ২২ জুন ১ জুলাইয়ের টিকিট২৩ জুন ২ জুলাইয়ের ফিরতি টিকিট।