বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদের পরে বিএনপির ডাকা সরকার পতন আন্দোলনে সকলকে ঐক্যেবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান।
একই সাথে তিনি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘মিশন ২০৩০’ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
সোমবার (১৯ জুন) নগরীর মেরিন চাইনিজ রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর এলডিপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, বন্দরের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি একজন মানুষ গড়ার কারিগর। সেই কারিগকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই সরকারের আমলেই নারায়ণগঞ্জ ৭ খুনের মত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ঐক্যেবদ্ধ থেকে হরতাল ও আন্দোলন করে সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে পেরেছি। আমি বিশ্বাস করি, বিগত দিনের মত সকল আন্দোলনে ঐকবদ্ধ থাকলে সাফল্য নিশ্চিত।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলগীরের উপর হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এল.ডি.পি.র আহবায়ক হাজী কামালা প্রধান, মহানগর এল.ডি.পি সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ সভাপতি আবুল হাসেম, দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু প্রমুখ।