বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল(ভিপি বাদল) বলেছেন, কে কোন দল করেন সেটা বড় কথা নয় আমরা মিলেমিশে কাজ করবো এটাই আমার চাওয়া। কলেজ লাইফে আমি ভিপি বাদল ছিলাম এখন সেই মনোবৃত্তি নিয়েই মানুষের জন্য কাজ করতে চাই। শুক্রবার বিকেলে বুরুন্দী এলাকাবাসী আয়োজিত দোয়ার মাহফিল পূর্বক সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি বাদল আরো বলেন, আগে ঢাকা যেতে আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হতো। জননেত্রী শেখ হাসিনা যাত্রবাড়ীতে যেই ফ্লাইওভার করেছেন সেই হানিফ ফ্লাইওভার দিয়ে কি কেবল আওয়ামীলীগের লোকজনই চলাচল করেন বিএনপির লোকজনও চলাচল করেন । শেখ হাসিনার উন্নয়ন সবাই সুবিধা ভোগ করছেন। তিনি আরো বলেন. ইসলাম সন্ত্রাসের ধর্ম না ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে যারা অশান্তির পাঁয়তারা করে তারা মোনাফেক। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব হাজী আবু হানিফার সভাপতিত্বে স্থানীয় মান্নান হাজী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ১ম যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ড.কামরুজ্জামান বুলেট,স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইয়ানূর মিয়া, জাতীয় পার্টির নেতা ওয়ালিউল্লাহ মেম্বার,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য রবিউল আঊয়াল রবি, মোঃ জসিমউদ্দিন মাতবর ও ৮ নং ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ। হাজী রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উদ্যোক্তা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড বন্দর থানা শাখার সভাপতি মোঃ জুলহাস সরকার,সাধারণ সম্পাদক আফজাল হোসেন লিপটন,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওয়াদুদ হোসেন টিটু,মোঃ স্বপন,আওয়ামীলীগ নেতা এমডি মান্নান খান বাদল ,মোঃ আসাদ মাস্টার,মোঃ আল আমিন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন ঘারমোড়া নতুন মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবদুল কাইয়ুম।