বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সভাপতি মুহা. আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল।
নগর সভাপতি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তা’আলা বান্দাকে পরিশুদ্ধ করেন। পবিত্র কুরআন নাজিলের মাসে কুরআনী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন জায়গায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য জ্বালাও পোড়াও, হানাহানি চলমান। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তারা এতটাই বেপরোয়া যে, পবিত্র রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে দু-গ্রুপে সংঘর্ষ লিপ্ত হচ্ছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে।