বিজয় বার্তা ২৪ ডট কম
পাগলা ইসলামিয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বউবাজার এলাকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব শাহজাহান সিকাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহ্ আলম গাজী টেনু, বাইতুল আমান জামে মসজিদের সাবেক সভাপতি ক্যাপটেন বেলায়েত হোসেন, দক্ষিন বঙ্গ সমিতির সভাপতি সুলতান আহম্মেদ সিকদার সহ আরো গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান সেন্টু নব-নির্বাচিতদের পরিচিত করিয়ে দেন ফুল দিয়ে বরন করে নেন। এরা হলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মীর হোসেন মীরু, সহ-সভাপতি মাহাবুব আলম সিকদার, সম্পাদক মনির হোসেন সিকাদর, যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া সরকার, কোষাধ্যক্ষ নুর হাসান, ৭ সদস্য অলী উল্লাহ গাজী, জিল্লুর রহমান, নেকবর হোসেন, আব্দুর রহিম, নাসির উদ্দিন নয়ন, কামাল হোসেন ও খলিল খান।