নারায়নগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় লুৎফর রহমান লিটন নামে এক ব্যবসায়ীর বাড়ির গ্যাসের রাইজারের চাবি খুলে আগুন লাগিয়ে ৪তলা ভবন ভস্মীভূত করার ব্যার্থ চেষ্টা চালিয়েছে বখাটেরা। শনিবার ভোরে থানার র্যালি আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোটা ৪ তলার ভাড়াটিয়া ও আশ পাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়,অজ্ঞাতনামা বখাটেরা শুক্রবার বিকেল ৫টায় র্যালি আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী লুৎফর রহমান লিটনের বাড়ির সামনে অবস্থান করে বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করে। বিষয়টি দৃষ্টিগোচর হলে ব্যবসায়ী লিটন তাদেরকে অন্যত্র যেতে বললে বখাটেরা তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আশ পাশের লোকজন জড়ো হতে থাকলে অবস্থা বেগতিক বুঝে বখাটেরা ব্যবসায়ী লিটনকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনার জের ধরে হুমকি প্রদানকারী সন্ত্রাসীরা শনিবার ভোর সাড়ে ৪টায় লিটনের বাড়ির গ্যাসের রাইজারে চাবি খুলে ৪তলা ভবনে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে ৪তলা ভবন ও আশ পাশের ঘুমন্ত লোকজন জেগে উঠে ঘটনাস্থলে ছুটে আসে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দমকল ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ৩০মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।