খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইতিমধ্যেই পিএসজি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। জ্লাতান ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা কোথায়- সেই প্রশ্নটাও তাই চলে আসছে প্রাসঙ্গিকভাবেই।
সুইডিশ ফরোয়ার্ড নাকি নতুন ঠিকানার বিষয়ে এরই মধ্যে মনস্থিরও করে ফেলেছেন। তবে এখনই এ বিষয়ে মুখ খুলছেন না ইব্রা।
সংবাদমাধ্যমকে ইব্রা বললেন, ‘ভবিষ্যত লেখা হয়ে গেছে। অনেক দিন আগেই আমি মনস্থির করেছি।’
গুঞ্জন চলছে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে ইব্রার। হোসে মরিনহোর ইউনাইটেডের কোচ হওয়ার সম্ভাবনার খবরে ইব্রার ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার গুঞ্জনে আবার বাড়তি মাত্রা যোগ করছে।
এ প্রসঙ্গে ইব্রা বলেন, ‘ইংল্যান্ড, ইতালিসহ অনেক দেশ থেকেই প্রস্তাব এসেছে। প্রিমিয়ার লিগ থেকে ভালো প্রস্তাব আছে। তবে আমি কোনো নিশ্চয়তা দেইনি।’
১৯৯৯ সালে স্বদেশের ক্লাব মালমোয় অভিষেকের পর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান ও সবশেষ পিএসজিতে খেলেছেন ইব্রাহিমোভিচ। পেশাদার ক্যারিয়ারে ৬৭৭ ম্যাচে ৩৯২ গোল করা ৩৪ বছর বয়সি এই সুইডিশ তারকার নতুন ঠিকানা কোথায় হয়, সেটাই এখন দেখার!