বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর ইপিজেডে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুন তং অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। দুপুরে তারা নারায়ণগঞ্জ- আদমজী সড়কে অবস্থান নেয়। এসময় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে পুলিশ বাঁধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পযার্য়ের পুলিশ সাথে সংঘর্ষে বেঁধে যায় এতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিক, পুলিশ সহ ১৫ জন আহত হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে ৬ হাজার ৮০০ শ্রমিক কর্মরত ছিলেন। করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন ও জমা টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করেনি। এখন পর্যন্ত বকেয়া বেতনের ৩৩ ভাগ দিলেও। বাকি টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দেয় কিন্তু এখনো দেওয়া হয়নি।
এএসপি ‘ক’ সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী জানান , শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক বিক্ষোভ করে অবরোধ ও অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে পুলিশ বাঁধা দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ। এক পযার্য়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ তাদের ছত্রভঙ্গ করে দেয়।