বিজয় বার্তা ২৪ ডট কম
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১০টায় শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ হতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(আইডিইবি) জেলা শাখার আয়োজনে এই বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া গণ প্রকৌশল দিবস উপলক্ষে পায়রা উড়িয়ে র্যালীর শুভ উদ্বোধন করেন ।এসময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনজিনিয়ার্স নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুল হাই, সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মীর কাউছার রিজবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মনিরুজজামান প্রমুখ ।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও জিয়া হলে এসে সমাপ্ত হয় ।
গণ প্রকৌশল দিবসের বক্তব্যে রাব্বী মিয়া বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে । ইঞ্জিনিয়াররা লেখাপড়ায় ভাল কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজে বেশি দক্ষতা আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের বাহিরে গিয়ে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে। এতে করে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে আরো বেশি স্বাবলম্বী হবে ।
তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি, ইফটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে যাতে করে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদ না সৃষ্টি হয় সে দিকে নজর রাখতে হবে সবাইকে । সরকারের পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সন্ত্রাস, মাদক , ইভটিজিং ও জঙ্গীবাদের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।